Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || সমবেত চিৎকার || 26য় আলতাফ হোসেন উজ্জ্বল

maro news
T3 || সমবেত চিৎকার || 26য় আলতাফ হোসেন উজ্জ্বল

ধ্বংস হউক - নরপিশাচ

ক্রমশ বিচ্ছিন্নতা মাংস পিন্ড উন্মাদনা, আমাকে কাঁদায়, পাপিষ্ঠ পুরুষের কালো দন্ডে, যে কাঁধ ভালোবাসা স্পর্শ ছিলো - সে কাঁধ নরপশুরা ঝাঁকালে ; আমি কাঁদতে পারি না - মাথা নথ হয়, মোর অশ্রুসিক্ত লোচন ! ক্লান্ত দেহে ভাষাহীন বিতৃষ্ণা প্রকাশ, এ-ই কুত্তা শ্রেণীর বিরুদ্ধে লড়াই। অসুর রূপে চন্দ্রিমা নষ্ট করে - এই মঙ্গলময় ভূবণে, ধারাবাহিকতা....... এইসব নরপশুদের দল : শ্বেতপদ্ম অমিয় বাগানে - কতটা কষ্ট রোপণ করে......... কন্যাকুমারী. …... নয়নে রক্ত চিৎকার.... ব্যথায় অচেতন....... দুটো ঠোঁট... গলা.... গাল.... নষ্টদের ভিড়ে....... খামছে ধরেছে........ পৃথিবীর বেজন্মা কীট পতঙ্গ পুরুষ ; তা-ই চিৎকার বলি.... হাউমাউ কান্না হৃদয়ে উত্তাল.... চাই চাই.. ভোগ্য জানোয়ারদের মৃত্যুর পরোয়ানা...... গর্জে উঠুক,ধ্বংস হউক এ-ই নরপিশাচ এ-ই নরপিশাচ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register