দিতে হবে পাঁচশো টাকা আর দশ কিলো মুড়ি,
না দিলে বুঝব তুমি করছ বাহাদুরি৷
বাহাদুরি একদম দেখিও না আমায়....
আমি কে? বলব কি তোমায়?
আমি হলাম এখানকার রাজকুমার ;
ছেলে নই আমি, যার তার ৷
আমায় করবে সবসময় সম্মান,
নাহলে, আমি নেব তোমার প্রাণ ৷
শাসন করবো আমি তোমাদের,
প্রয়োজনে ফাঁসি ও হবে তোমাদের ৷
কিছুই বলবে না বাবা আমার,
আমার ব্যাপারে আর কিছু নেই জানার ||
0 Comments.