T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় জয়িতা চক্রবর্তী আচার্য
"একুশে প্রাণ "
এক একটি কবিতার
বীজপত্র রোপন করে মাটি চষে !
যা কিছু ছিল সৃষ্টির সম্ভাবনা তা তো বর্ণপরিচয় ! চেতনার--
হাতড়ে বেড়াচ্ছি বর্ণমালা !
খামখেয়ালি বাতাস বয়ে গেল
আশ্চর্য আঁধার ঘনিয়ে আসা
নিঃসঙ্গ ফুলের গাছে।।
এইসব ইতিহাস সাক্ষ্য রেখে
অক্ষর ঝলসে ওঠে
এই অবেলায়...
হিম এসে চোখ ঢেকে দিল,
একাকী বর্ণ বিচ্ছেদ।।
0 Comments.