T3 || ২১শে ফেব্রুয়ারি - হৃদয়ে বসতে বাংলা || 26য় সুদীপা চ্যাটার্জী
জীবন স্রোত
জীবনের ঝড়া পাতা বয়ে যায় স্রোতে,
বাঁচতে পারিনা তবু সময় পার হতে |
আবেগ ভরা যে দুঃখ খানি মন জুড়ে আছে,
বিদায় দিতে পারিনি তা মোর দুঃখের কাছে |
অভিমান গুলো রয়েছে সেই প্রতিদিনের মতো,
বুঝবে না কেউ কোনোদিন এই মনের ক্ষত |
অভ্যাস হয়ে গিয়েছে মোর এই জীবন যাত্রা,
তাই তো আজ বোবা আমি! আমি ই অক্ষরহীন মাত্রা |
জীবন মানেই সুখ দুঃখ হাসি কান্না সব নিয়ে আছি আমি বেশ,
কি হবে এত ভেবে যখন জীবন স্রোতের মাঝে আজ আছি তো কাল হতেই হবে শেষ ||
0 Comments.