- 4
- 0
একটা উপায় আছে
ফিরে আসার একটা উপায় আছে
মাঠ পেরিয়ে ,জল পেরিয়ে
চারিদিকে অন্ধকার
আমার হাতের ওপর
যে টিকটিকিটা উঠছে ...
নিজের মত কিছু শব্দ বসালাম
প্রভৃতি মনে হয় আমরাই বলি
যখন কথার ভারে আক্রান্ত হই প্রতিমুহূর্তে
সাজানো গল্প তুলে নিই
বেদ - বেদান্ত থেকে ---
তখন তোমরা 'কেউ কথা রাখেনি ' প্রবাদ বাক্য শোনাও _
আসলে সকলেই কথা রাখে শুধু সময়টা বদলে যায়।
0 Comments.