কবিতায় ছন্দা দাম
অনন্ত যাত্রা
দুপুরের আগুন ঢালা চড়া রোদে আমি পা বাড়াই...
চোখে স্বপ্নের ঝিকিমিকি পথ,
এগোতে থাকি যত সূর্য মাথায়... ছায়াও হাত ছাড়ে,
তারপর বাড়তে থাকা আমার ছায়া বড় হয় ক্রমশ...
দেখি ঈশ্বর আমার ছায়ার মায়ায় বিশ্রাম নেন,
আমায় ছুঁয়ে বলেন... "মৃতসঞ্জিবনীর বীজ ছড়িয়ে দে...
তোর চলার পথে, বেঁচে উঠুক জীবনের অঙ্কুর"
অপরাহ্নের সূর্য গায়ের মাখিয়ে দেয় প্রশান্তি...
সরাইখানা তে ভিড় বাড়ে, হৈচৈ, কিচির মিচির,
আমার পথ চলার শেষে দীপ জ্বলে উঠে
দখিনা আকাশে,
দূরের বলাকা নীড়ে ফেরে, মন্দিরে বেজে ওঠে ঘন্টাধ্বনি।
ঈশ্বর বলেন এগো, থামা নেই...
দেখ ছোট চারা ছড়িয়েছে হাত, স্পর্শ করছে খ,
বাড়ছে হবে বলে মহীরুহ
একদিন তোর ছায়ায় বিশ্রামরত আমি
আশ্রয় নেবো তোর দেহ,
শোন... এই আকাশ বাতাস মাটি জুড়ে ছড়ানো আছে আমার ভালোবাসা, আমার স্নেহ তোর জন্য।
আশ্রিত আমি, ধীরে ধীরে আমার যাত্রা দেহ থেকে হৃদয়ের পথে,
এ আমার অনন্ত যাত্রা॥
0 Comments.