- 4
- 0
সাতবারের সত্তর গুণ
তোমার অবজ্ঞার ভেতর
আমার সহ্যগুনের ক্ষমতা
সাতবারের সত্তর গুণ।
এখন আমাকে সাঁতরাতে হবে
মহা অবহেলার সমুদ্র।
পীড়িত কামারশালায়
আমি লৌহদন্ডের মতো পুড়ে যাই,
তবুও তোমার প্রশংসায় উঠি মেতে।
ওই দুচোখের মোহে আর কাজলতায়
আমি মায়াগ্রস্ত হয়ে পড়ি,
আমায় যত অপবাদ দাও না কেন।
0 Comments.