- 1
- 0
একখান কথা
একখান কথা কওনের আছিল
কথাডা খুব বড় না
ছুডুও না...
কিন্তু কওন গ্যালো না!!
তোমার বকবকানি বন্ধ হইলে
একদিন কৈমু ভাবতাছি,
তয় অত্ত বছর কাইট্যা গেলো
মূহের রেডিও আর বন্ধ হইবার না,
পুঁথির যত্ত গেয়ান সব ঝাইরা দেও
আমার উপর, কিন্তু বুঝনের বেলায় শূন্য...
অত্ত কথা কও ক্যান তুমি
তুমি কিতা কবি নি? না মুর্শিদ?
বাসন মাইজ্যা আর কাফর কাইচ্ছা অত্ত গেয়ান কই তনে পাও
বন্ধু?
আমি হেরান হই, বিষ লাগে তোমার গেয়ান হুনতে হুনতে...
একডা, খালি একডা কথা
কওনের আছিল...
কইতে পারলাম কই...
তোমার মনে লয় না একডু হুনি
অন্যের কথা?
কি কইতে চায়,
পুঁথির বাইরে, পুঁথির কথা নাই বন্ধু!
মূল্যও নাই কালা অক্ষরের,
যে লেইখা লেইখা পুঁথি ভরছে
হেই মিথ্যা কথা কয়,
মহাপাপ ভাবে না বন্ধু।
আর তুমি ঐ কথাগুলান গুল্যা
বইয়া লইয়া যাও!
একখান কথা আমারে কইতে
দিলায় না ...
আইজ ওই কালা অক্ষরের কারাগারে মাথা ঠুইক্যা মরণের
দিন গুনতাছো বন্ধু!
কিন্তু আমারে মাটির কথা, জীবনের কথা, মরমের খালি
একখান কথা কইতে দিলায় না!
0 Comments.