- 29
- 0
একলা রাজকন্যে
আমরা এখন দুই দ্বীপের দুই বাসিন্দা,
অনেক অনেক ক্রোশ দূরে থাকি,
তোমার নদীর ভাঙাচোরা,থাক না একা
আমি কে,কেনই বা কোনো খবর রাখি?
তোমার আমার সেই যে ছিলেো সাঁকো,
যার স্মৃতিতে,তুমি আমার হয়ে থাকো
ভেঙে গিয়েছে,দুজনেই ধরিনি হাল-
তোমার আমার আলাদা রাজ্যপাট!
বাইরে আমি বেশ ভালোই আছি,
যেমন তোমারও বাইরে অনেক আলো!
ভেতরে তোমার মতোই একা আমি,
আমার ঘরেও অন্ধকারের কালো!
তোমার আমার হয় না দেখা আর,
হঠাৎ ভিড়ের মাঝে তোমায় পেলাম!
শুধু তুমিই জানো না ক্ষণিক সময়,
বুকের ভেতর চলে গেলো শত ট্রাম!
তোমায় আমি হাসাই না আর এখন,
আমরা দুজন শুধুই অপরিচিত!
রাজকন্যার কাছের মানুষ হবো,
রাখাল ছেলের সাধ্য কী আর এত?!
ভাঙাচোরা এই জীবন টাকে,
রাজকন্যে,
মুক্তোর হাসিতে সাজিয়ে তুলো..
আমি না হয় অভিনয় করি মাত্র,
তুমি সত্যি করেই ভালো থেকো..।
0 Comments.