- 3
- 0
এক্কাদোক্কা
একটি পাফেলতে ভুল হলে অন্য পা পড়ে যাচ্ছিল ভুলক্রমে।
কথার ফাঁকে কথা দিয়ে ভরিয়ে তুলছিলাম একাকিত্ব।
এখন শব্দকেও লুকিয়ে রাখতে হয় ধুম জ্বর এলে।
অবাধ্য রাতের তারাদের সাথে স্বপ্নের যাপন।
অথচ জ্যোৎস্না কোনো বিনোদন নয় চোখের বিরাম ছাড়া।
মায়াবী রাত আমাকে টেনে নিয়ে যাচ্ছিল অসহ্য বিছানায়।
আমি কেমন নিস্পৃহ চোখের জলে ডানা ঝাপটাচ্ছি অগভীর সমুদ্রে।
অস্পষ্ট ব্যথার কন্সার্ট বেজেই যাচ্ছে।
আর বারবার লেখার ভার ওজন করছি আগামী সেমিনারের জন্য।
ভাবছি তথ্যের সমাহার বিদগ্ধ কুলুঙ্গিতে তুলে রাখি।
নিজস্ব দিনলিপি যখন হয়ে উঠছে বিনম্র কবিতা।
পর্দার আড়ালে মুগ্ধ হচ্ছে স্মৃতির ঘোর।
0 Comments.