- 4
- 0
সমঝোতা
কিছু সত্য যা গোপন রইলো
বন্ধ হলো এই অধ্যায়ের পাতা
কিছু যুদ্ধ ক্লান্ত হলো, মাঝ পথে ভেসে গেলো।
কিছু সত্য বাস্তবায়িত করা কঠিন
তাই নিজেকেই ভেঙেছি,
সরে গেছি ,,,,,
কিন্তু লাভ লোকসান কিংবা গুরুত্ব বোঝাতে চাওয়ার মতো ক্ষমতা প্রকাশ করতে গিয়ে দেখেছি
সমস্ত কিছুর বিকল্প আছে,,,
আর যারা বিকল্প বোঝে তাদের জন্য নিজেকে দূরে রাখি;
অভিশাপে কোনোদিন ভালোবাসা কুড়িয়ে দেখি নি
সময় সময়ের কথা বলে
আমিও তো সময়ের কাঁটায় দাঁড়িয়ে আছি,,,,।
অতঃপর
আমি কেবল ভুলে যেতে জানি, বাদ দিতে জানি
এগিয়ে যেতে জানি,
সমস্ত কিছুর যন্ত্রণা কে পোশাকের মতো খুলে ফেলতে পারি
জলের মতো গিলে দিতেও কুণ্ঠা বোধ নেই
আর খুব বেশি হলে চোখ বন্ধ করে নিতে পারি।
যদিও চোখ খোলা আর বন্ধের মধ্যে ফারাক শুধু বুঝে নেওয়ার।
0 Comments.