কবিতায় পলাশ বিশ্বাস
ছবি
এখন চারপাশেতে মন্দ বাতাস
হালকা হালকা ভাসে!
ভাদর মাসের গুমোট গরম
মুচকি মুচকি হাসে!
শিউলি খুশি ঝরছে কিছু
সকালবেলায় ঘাসে!
পুজো পুজো গন্ধ এবার
সামনে আশিন মাসে!
আঁকো দেখি তোমরা সবাই
মানুষ - মানুষ ছবি!
জীবন তো নয় শুধুই মরণের,
হাসি মুখে পূবেই ওঠে রবি!
0 Comments.