Mon 17 November 2025
Cluster Coding Blog

কবিতা সিরিজে রতন বসাক

maro news
কবিতা সিরিজে রতন বসাক

১| ভালো ছিল

শৈশববেলা অনেক ভালো বলতে পারি এটা, আজ ফুরিয়ে গেছে সবার জীবন থেকে যেটা।
মায়ের যত্ন বাবার আদর দুখ সরিয়ে দিতো, কাঁদলে পরে ভালোবেসে কোলে তুলে নিতো।
সবুজ মাঠে সবার সাথে কতো রকম খেলা, দুঃখ ভুলে মজার ছলেই কেটে যেতো বেলা।
পুকুর জলে স্নান করেছি মন চেয়েছে যতো, পেয়ারা আম বৃক্ষ থেকে পেরেছি সব কতো।
মায়ের কাছে চাইলে পরে পেয়ে যেতাম খাবার, লাগলে কিছু কিনে দেবার দায়টা ছিল বাবার।

২| সকাল শুরু হলে

রাত শেষে রবি হেসে.......ভরে দেয় আলো জমে থাকা ধরা ঢাকা.....মুছে যায় কালো। পাখি গায় মাঝি বায়............দিন শুরু হয় করো নাম পাও দাম.......জ্ঞানী জনে কয়।
বসে ফুলে ওঠে দুলে........অলিগুলো এলে মধু খায় উড়ে যায়.........ডানা দুটো মেলে। বল এনে সব মেনে..........মাঠে করে খেলা বায়ু বায় আলো ধায়......বেড়ে চলে বেলা।
চাষী ভাই বলে যাই...........গরু নিয়ে মাঠে ছেলে মেয়ে বই চেয়ে.........মন দেয় পাঠে। মায়ে রেঁধে চুল বেঁধে........বলে অায় খেতে খেয়ে নাও চলে যাও....শিক্ষা কিছু পেতে।
মাছ ধরে আনে ঘরে......বেচে পেলে টাকা চাল নাই অানো তাই....কৌটো সব ফাঁকা। জেলে বলে যাই চলে......কিনে আনি চাল ঘরে যাও থলে দাও.....যাবো নাতো কাল।
হাটে গিয়ে কিনে নিয়ে....ফিরে আসে ঘরে ডাক পারে এলে দ্বারে........বউ এসে ধরে। ঘরে আজ আছে কাজ......করে নিতে হবে দেখে চেয়ে ভাবে খেয়ে..লেগে যাবো তবে।

৩| প্রকৃতির নিয়ম

পৃথিবীর সব কিছু ঈশ্বরের দান মন ভরে শুনে ওই পাখিদের গান। বৃক্ষ শাখে ফুল দেখি কত রঙে হয় জীব যত হয়ে যাবে একদিন ক্ষয়।
সূর্য ওঠে আলো দিতে বাঁচে যত প্রাণ ভালো লাগে সুবাসেতে ফুলেদের ঘ্রাণ। আকাশের মেঘগুলো হাওয়াতে চলে বৃষ্টি হলে নদী নালা ভরে যায় জলে।
ছয় ঋতু আসে যায় এই ধরা তলে বারোমাস ভরা থাকে ফুল আর ফলে। জলে বাস স্থলে বাস প্রাণী সব করে সময় হলে পরেই একে-একে মরে।
সুখে দুখে কাটে ক্ষণ জীবনের নীতি মেলামেশা করে গেলে বেড়ে যায় প্রীতি। কেউ আসে কেউ যায় চলে অবিরত সুখে হাসে দুখে কাঁদে হলে কভু ক্ষত।
দিন যায় রাত হয় দেখা মেলে তারা অসৎ পথে গেলেই হবে দিক হারা। নিজ হাতে দুখী জনে দান করে যাবে সৎ কর্ম করে যাও সুখ শান্তি পাবে।

৪| ভালো থাকতে

এই ভবে জেনে নাও ভালো থাকি কিসে স্বার্থ ভুলে মন থেকে যেতে হবে মিশে। ভালোবাসা দিয়ে যাও ফিরে পাবে তুমি সুখ শান্তি পেতে গিয়ে শক্ত হবে ভূমি।
হিংসা করলে পরেই জমে যাবে দুখ দু্রে সদা রয়ে যাবে পেতে গিয়ে সুখ। সব যদি ভালো থাকে সুখ তাতে বাড়ে ভালোবেসে মিলেমিশে চলে দুখ হারে।
পরের ভাবনা করো থাকে যাতে ভালো বিপদ আসলে পরে পাবে তুমি অালো। একা একা যায় নাতো বেঁচে থাকা ভবে আমি শুধু সুখে থাকি চেষ্টা কেনো তবে?
যদি বেশি আয় করো দান করে যাও ওদের আশিসগুলো মন থেকে পাও। প্রভু সব দেখে বসে কাজ করে গেলে ভালো কর্মে জেনে নিও পূণ্য ঠিক মেলে।
আমি-আমি করে সদা থেকো নাতো আর জীবন তোমার আগে হয়ে যাবে ভার। তাই বলি চলো তুমি ভালোবাসা দিয়ে সারাটা জীবন ভালো থাকো সুখ নিয়ে।

৫| চাষীর জন্য

নবান্নতে ধানের গোলা ভর্তি থাকে চাষীর ঘরে পূজো দিতে গুড় মিশিয়ে নতুন চালের পায়েস করে। সারা বছর খাটে চাষী জলে ভিজে রোদে পুড়ে পাকা ফসল দেখার পরে গেয়ে চলে খুশির সুরে।
পুরানো সব কাস্তেগুলো ধারটা করে কাটার জন্য বেচার পরে অর্থ পেলে চাষীর জীবন হবে ধন্য। ঋণের টাকা ফেরত দেবে মহাজনের কাছে গিয়ে চাষের কর্ম করবে শুরু নতুন করে আবার নিয়ে।
ব্যস্ত চাষী ব্যস্ত বউটা সামনে অনেক কর্ম আছে সকাল থেকেই শুরু করে দিন চলে যায় পাছে। দু'জল মিলে খেটে চলে একটু সুখের দেখা পেতে সেই আশাতে মনের জোরে সারাটাদিন থাকে মেতে।
ছেলে মেয়ের লেখাপড়া জামা কাপড় কিনতে হবে ফসল বেচে কিনতে পারবে চাষীর লাভটা হলে তবে। অনেক বাধা বিপদ সহে চাষের কর্ম করতে থাকে বন্যা খরা আসার আগে শুদ্ধ চিত্তে ঈশ্বর ডাকে।
চাষীর জন্য আমরা সবাই খেয়ে পরে থাকি ভালো, তবু দেখি ওদের ঘরে ভরা থাকে আজও কালো। ওদের জীবন সুখের হতো একটু দিলে ভালোবাসা পায় না ওরা মূল্য পুরো করে থাকে যেমন আশা!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register