- 22
- 0
কে বলে বাংলা কবিতা নেই অথবা মরে গেছে।সৌমদীপের কবিতা - কাকে ছেড়ে কাকে রাখবো।ভূমিকা থেকেই এক অন্য কবিতার জগত।কবি চিরকালই নিঃসঙ্গ ও এটাই হয়তো তার বহুগামিতার মূল সূত্র।অতএব কবি যে তা নিয়ে লিখবে না - হতে পারে না।এখানেই কবিকে কুর্নিশ।যেভাবে লিখেছে এক লহমায় এর ব্যাপ্তি পাওয়া অসম্ভব।সময় দিতেই হবে।মাথা হ্যাং হলেও হতে পারে।যদিও এখানেই কবির সার্থকতা।
মুলতঃ দুটি ফেজ্ খুজে পাই কাব্যগ্রন্থে।প্রথমত ১-ভাগ তার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার নিঃস্বতা ঘিরে।পরবর্তী অংশে তা সমাজকে নিয়ে দৃষ্টিভঙ্গি।এখানেই কবির ব্যপকতম দৃষ্টির ভাগ।
৩-ভাগ আছে : যতদূর চিনি - কবি দেখাকেও সাহিত্যে সরাসরি এনেছেন।কিছু সামান্য কাজ আছে ভ্যিসুয়াল কবিতার।নগন্য। হতে পারে সময় কিভাবে নেবে - তার ভয়।কবি নিজেকে খোলাখুলি প্রকাশ করেন নি উক্ত বিষয়ে।যদিও পরীক্ষা কম কিছু নেই।

0 Comments.