কবিতায় সঞ্জিত রায়
পাহাড়ের হুমকী
পাহাড় কি শুধু উঁচু নিচু ঢাল?
সে তো গোপন বিশ্বাস, যা পৃথিবীর বুকের খাঁজে
জমে থাকে।
তার রঙের ডায়রীতে সূর্য আর আলো
প্রতিদিন রোজ নামচা লিখে যায়।
স্বপ্নের ভাষা দিয়ে ঝর্ণার জল কুলু কুলু শব্দে
এগিয়ে চলে তা পাহাড়ের চুড়ায়
দাঁড়ালে বোঝা যায়।
কখনও পাহাড়ের যন্ত্রণা, ক্ষোভ লাভা হয়ে
বেরিয়ে এসে বলে-” প্রকৃতি ধ্বংসকারীরা সাবধান!
সব পুড়িয়ে খাক করে দেবো।
0 Comments.