কবিতায় ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
প্রাত্যহিকী
জীবনের দোতারা টা তবু বেজে চলেছে অনাদরে,
চেনা অচেনার ভীড়ের মাঝে আমিও হেঁটেই চলেছি পায়ে পায়ে... এক পা দুই পা করে।
যেন হীরের সন্ধানী হীরক শ্রমিক,চাপ ধরা চিনচিনে ব্যাথা নিয়ে ছুটে চলেছে অন্তবৃত্তের গোলোক ধাঁধায়, পরিবৃত্ত কে ছোঁয়ার আশা নিয়ে দিকবিদিক্ শূন্য হয়ে..
তবুও থামতে মানা, অবকাশও নেই... প্রাত্যহিকে অক্ষরে অক্ষরে সাজিয়ে নতুন শব্দের জাল, আর মিথ্যে "এই আছি বেশ"
শূন্যে তুল্যমুল্য বিশ্বাস, নেশাগ্রস্ত হয়ে চাঁদের আলোয় অলীক ভালোবাসার স্বপ্নে পাথরের মাঝে খুঁজে ফেরা আগুন ছোঁয়া রাত....
অবশেষে জাহান্নাম পার করে, হতাশার দিগন্তের পাড় ঘেঁষে ক্যাকটাস ফুলের জলসাঘরে হুল্লোড়ে মেতে ওঠা...জীবনের দোতারা বাজিয়ে অনাদরে, হেঁটে চলা পায়ে পায়ে হাজারের ভীড়ে।
0 Comments.