Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় সুমিত মোদক

maro news
কবিতায় সুমিত মোদক

আগাম বাতাস

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় অন্ধকারের ধারাপাত; উড়ে আসে রাতচরা পাখি, মাটির গর্ত থেকে বেরিয়ে আসে ধূর্ত শিয়াল; ছিঁড়ে ছিঁড়ে খায় দিনের মৃত দেহ; সন্ধ্যার অনেক আগে থেকে যে যার ঘরে ঢুকে পড়েছে দেহাতি, আটপৌরে, সহজ-সরল মানুষ; ভয় পায়, এই বুঝি জঙ্গল থেকে বেরিয়ে আসবে নারীখেকো, সমাজখেকো মুখোশধারী; দুধের শিশুরাও কোনও এক অজানা ভয়ে গুড়িশুড়ি মেরে ঘুমিয়ে পড়ে; মায়ের বুকের দুধ অনেক দিন আগে শুকিয়ে গেছে; শুকিয়ে গেছে চোখের জল; পড়ে থাকে কেবল জীবনের চড়াই উৎরাই পথ; জানালার ফাঁক গলে বন্ধ ঘরের মধ্যে ঢুকে পড়ে শরতের আগাম বাতাস; বুকের ভিতর আশার আলো জাগে মা আসছে, কিছু দিন পর বোধনের বাজনা বাজবে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register