কবিতায় বিশ্বজিৎ বাউনা
বালির ঘর
প্রহরের কিনারায় রাখা সন্দেহ, নিকানো ছুরি।
হত্যার উদ্যমে রোদ থেকে গলে যায় প্রিয় বাড়ি,
আনত ঝরাপাতা জানে আমি কত ভেতরে পুড়ি,
স্থাপিত অক্ষরের জিভে আড়ম্বর আজ পাহাড়ী।
ফলিত দূরে রাখা বিকশিত পালকে ক্ষয় জোটে...
বানিজ্যিক ব্যবধানে পড়ে থাকে আয়ুর বাগান।
দেখি স্বল্পায়ু জলের থেকে ছায়া উঠে আসে ঠোঁটে,
আহত বিনয় তবু শেখে ক্ষমা এক ঐশী ত্রাণ।
হন্যে ভ্রমরের চোখ ছুঁয়ে দীর্ঘ অরণ্যের বাঁকে
আগ্রহী কলতান নিভে গেছে আলোর ফেনা চিরে।
ঘরোয়া কাঠের থেকে ছাই নেমে যায় পরিপাকে,
ভেবেছি কাম্যকের ভালোবাসা আসবে কাছে ফিরে।
ফিরে আসে না, ফেনায়িত অপেক্ষায় একা বন্দর।
জলের সমাধিতে বালি লিখে রাখে নিজের ঘর।
0 Comments.