ধনী গরিব বিভেদ ভুলে
সবাই থাকে পাশে,
কারো সাথে দেখা হলেই
মনটা খুলে হাসে।
৩| মানবতা রাখো
পৃথিবীর যত জীব...............এখনও আছে
কেউ নেই তার তূল্য............মানুষের কাছে।
কথা বলা বুদ্ধি রাখা.............সর্বশ্রেষ্ঠ প্রাণী
এমন কাজটা কেহ.........পারে নাতো জানি।
সময়ের সাথে চলে...............সৃষ্টি তার কত
ইতিহাস খুঁজে দেখো...........পাবে কত শত।
নিজের সুখের তরে...........করেগেছে কাজ
আজও জগতে দেখি...........মানুষের রাজ।
কিছু মানুষ এখন..............স্বার্থ নিয়ে চলে
বাহিরে কিছু অন্তরে .........অন্য কিছু বলে।
সামান্য কারণে দেখি..........করে রক্তপাত
দ্বন্দ্বগুলো মনে বয়ে.......করছে যে আঘাত।
0 Comments.