Mon 17 November 2025
Cluster Coding Blog

কবিতা সিরিজে রতন বসাক

maro news
কবিতা সিরিজে রতন বসাক

১| ভেবে দেখো

কোন অজানা স্বপ্ন দেখে কিছু মানুষ বুকে, ভিতরে আজ বইছে কিছু অন্ন কিছু মুখে।
কিসের লোভে চলছে আগে সবার কথা ভুলে, ইচ্ছেটা তাঁর কোন দিকেতে বলে নাতো খুলে।
অসৎ কাজে এগিয়ে যায় নিজের স্বার্থ বুঝে, পাপের ঘড়া ভরছে তাতে দেখে কভু খুঁজে?
কতো পেলে সুখটা পাবে জানা নেইতো কিছু, আরো পেতে নিজের ঘরে করছে শুধুই পিছু।
ওহে মানব ভেবে দেখো সবই ছাড়তে হবে, প্রাণ বায়ুটা বন্ধ হলেই কেউ নিয়েছে ভবে?

২| আমার দেশে

আমার দেশে দেখা পাবে যখন আসবে তুমি, সবুজ ঘাসে ছেয়ে আছে কতো সুন্দর ভূমি ।
নানা রঙের পাল খাটিয়ে নৌকা ভেসে চলে, মাঝির গলায় ভাটিয়ালী সবাই ভালো বলে।
জাল ছড়িয়ে জেলেভায়া মাছটা নেবে ধরে, অল্প টাকায় সবজিগুলো পাবে ব্যাগটা ভরে।
চলার পথে শুনতে পাবে বাউল গাইছে সুরে, বিশাল বনের বৃক্ষগুলো দেখতে পাবে দূরে।
জমি ভরা সোনার শষ্য হাওয়া লেগে নড়ে, শীতে গরম গরমে শীত পাবে মাটির ঘরে।
ধনী গরিব বিভেদ ভুলে সবাই থাকে পাশে, কারো সাথে দেখা হলেই মনটা খুলে হাসে।

৩| মানবতা রাখো

পৃথিবীর যত জীব...............এখনও আছে কেউ নেই তার তূল্য............মানুষের কাছে। কথা বলা বুদ্ধি রাখা.............সর্বশ্রেষ্ঠ প্রাণী এমন কাজটা কেহ.........পারে নাতো জানি।
সময়ের সাথে চলে...............সৃষ্টি তার কত ইতিহাস খুঁজে দেখো...........পাবে কত শত। নিজের সুখের তরে...........করেগেছে কাজ আজও জগতে দেখি...........মানুষের রাজ।
কিছু মানুষ এখন..............স্বার্থ নিয়ে চলে বাহিরে কিছু অন্তরে .........অন্য কিছু বলে। সামান্য কারণে দেখি..........করে রক্তপাত দ্বন্দ্বগুলো মনে বয়ে.......করছে যে আঘাত।
ভাই মারছে যে ভাইকে.....কিছু টাকা পেতে বোনকেও সরিয়ে দিয়ে.....আগে চায় যেতে। ভালোবাসা নাই মনে...........শুধু পেতে চায় সবখানে দেখি এখন...........ঘুষ চেয়ে খায়।
ওহে মানব একটু...........ভেবে দেখো তুমি একা বেঁচে থাকা যাবে.......যদি পাও ভূমি? মানবতা রেখে হৃদে........ভালোবাসো সবে দ্বন্দ্ব ভুলে প্রেম ভরো...........তুমি শুধু ভবে।

৪| মূল্য কমাও

একি বাজার সবাই যাবে কিনতে কিছু সব্জি, ধনী মানুষ আছেন যারা ডুবিয়ে খায় কব্জি ।
দামটা যতো বাড়ুক দেশে ক্ষতি হয় না তাতে, ওদের তুমি দেখতে পাবে প্রচুর টাকা হাতে ।
গরিব মানুষ অর্থাভাবে কেনে অল্প করে, কমের জন্য ভরে না পেট কাকে গিয়ে ধরে ?
চিন্তা বাড়ায় কেমন করে দামী সব্জি কেনে, আয় বাড়ে না সেই কারণে সংসার চলে টেনে ।
কেউতো এসে মূল্য কমাও গরিব যাতে বাঁচে, ছেলে মেয়ে বউকে নিয়ে বড্ড কষ্টে আছে !

৫| শীতের ক্ষণে

শীতের ছোঁয়া...শুভ্র ধোঁয়া কুয়াশা ওই ঢাকে, থাকি ঘরে.....শিশির পড়ে ঘাসেরা সব মাখে।
পথের ধারে...জীবন হারে শুয়ে থাকে যাঁরা, ঠাণ্ডা লাগে....রাত্রি জাগে কষ্ট পাচ্ছে তাঁরা।
মোটা চাদর...বড়ই আদর গায়ে দিয়ে কাটে, গরম জামা...আনবে মামা যখন যাবে হাটে।
মায়ের করা...পায়েস বড়া গুড়েরপুলি খাবো, সন্ধ্যাবেলা....শীতের মেলা সবাই মিলে যাবো।
গরমাগরম...লেপটা নরম শুতে মধুর লাগে, খাটে গেলে.....গায়ে পেলে শীতটা দূরে ভাগে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register