কবিতায় শুভাশিস সাহু
ভালোবাসার প্রাচীর
তুমি সেই ঝড়,
তোমার ঝড়ে
আমি উড়ে যাই রোজ।
উড়েছি তোমার আকাশে, উড়েছি
প্রেমের মহাকাশে।
তোমার ভালোবাসার
শহরে এসেছি আমি আবার।
রাত্রি যতই
হোক গভীর;
ভালোবাসা খুঁজে পাবে শরীর-
তোমার বুকে গড়েছি আমার
ভালোবাসার প্রাচীর।
0 Comments.