কবিতায় দীপঙ্কর সরকার
গৌরচন্দ্রিকা
প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা আমি। দিনপঞ্জিতে
পাবে তার হদিস। সবুজ বনানী ঘেরা গ্রাম। দুপাশে
ধানক্ষেত। আঁকা বাঁকা আলপথ। স্নিগ্ধতা ভরা চোখ
মায়াবী অদ্ভুত। থেকে থেকে পাখি ডাকে গাছের ছায়ারা হাতছানি দ্যায়। ঘাস ফড়িং আর প্রজাপতি মেলে
ডানা। দু-একটি ডোবা খানা, শূন্য খাঁ খাঁ। দখিনা হাও-
য়ায় যেন আজব মস্করা। হাট ফিরতি লোকের আনা গোনা। অদূরে কোথাও শ্যামা সঙ্গীতের সুর। হৃদয়
উতলা। বেণুবনে ফিসফাস চৌধুরীদের মেয়ের গায়ে
হলুদ। গোটা গ্রাম জুড়ে সাজো সাজো রব। নগন্য আমার ভূমিকা।
0 Comments.