কবিতায় শম্পা সামন্ত
একাকী পুরুষ
একাকিত্বের অহংকারে বট মহীরূহ।
যতক্ষণ না কোনো হত্যার হাতিয়ার থাকতে পারে।
কেটে দিতে পারে বোবা বৃক্ষের প্রাণ।
ততক্ষণ নীরবে বিলিয়ে যাবে খিদের নিরাময়।
একাকিত্বের সোমরসে মাতাল গন্ধ সেই সৌন্দর্যানুরাগী মহুয়ার সকাল।
পিছুটান চেয়ে নিচ্ছে বারবার তার সম্পর্কে কোনো শত্রুর নিদান আছে কি?
মৃত্যুর ভিতর হাঁমুখো অজগর।
একাকী বোহেমিয়ান ছেলেটি ভয় পায়না সকালের রোদ ধরে দিগন্তে চলে যেতে।
সমুদ্রের ধারে উড়ন্ত সীগালের ঠোঁটের মতো চুমো খেতে উন্মুখ সাগরের ডলফিন ঢেউ।
একটি একাকী সকাল জানে সূর্যের কাছে নতজানু নিবেদন।
বোধিবৃক্ষের নীচে আজ উপোষী পুরুষ
একা।
আকাশের বিন্দু বিন্দু শিশির জানে অপেক্ষার নিবেদন যখন বুদ্ধের পদস্পর্শে হ্লাদিনী শক্তি হয়ে ঝরে।
0 Comments.