দিব্যি কাব্যিতে দেবদাস কুণ্ডু
জীবন আলেখ্য
বিষন্ন বিকেলে তুমি একা
অঝোর বৃষ্টি ধারায় তুমি একা
জীবন মঞ্চে তুমি বড় একা
রক্ত পাতে তোমার জীবন কাঁদে একা
প্রেমিকা সম্পর্ক ছিন্ন করলে রাতের নির্জন
ঘাটের মতো তুমি একা
রাতের বিরহে শুকতারার মতো একা
যন্ত্রণায় বুকের কুঠিরে বদ্ধ প্রজাপতির মতো একা।
উতাল সমুদ্রে ডিঙি নৌকার মতো একা তুমি
উপবাসে দিনগুলি তুমি একা ভিখিরি
করোনার মহামারিতে
আইসোলেসনে তুমি একা।
না - পাওয়া জীবনে তুমি দূরের রেললাইনের মতো একা
জীবন বন্ধী সেলের মতো অন্ধকারে একা
দীর্ঘ জীবনের শূন্যতায় বন্ধা বৃখের মতো একা
যাত্রা পথের শুরুর বন্ধুরা ছেড়েছে কবে হাত
এখন তুমি বিসর্জনের প্রতিমার মতো একা
জীবন আসলে একক উপাখ্যানের আলেখ্য।
0 Comments.