দিব্যি কাব্যিতে শমীক জয় সেনগুপ্ত
শীতায়ন
শীতের মত শুয়ে আছি
হাঁ করে ঘুমোচ্ছে তার কোল
আমিও সেই হাঁ-কারে সেঁদিয়ে উঠেছি
বাকিদের জবানীতে
বদ্ধ পাগল
ঘুমের মত জেগে আছি
চোখ তার ভেল্কির মত
তার ঘুম-পাহারায় আমিও অতন্দ্র প্রহরী
বাদবাকি ভিডিওতে
একান্ত ব্যক্তিগত
আবাল লেখাগুলো বড় হতে চেয়ে
একফাঁকে দরকচা মেরে
তার কলমের আগে নাচিয়ে কোমর
তারপর বসে পড়ে
সব হাল ছেড়ে
শীত শুধু কায়া নয়
লেগে গেছে নীবে আর পেটে
তার সাথে সহবাস দুর্বিসহর মত তাই
শোয়াটাই শাশ্বত
তারপরে
দুজনের দুই মেরু বাঁকা পথ
দুজনেই চলে গেছি হেঁটে
এসব কি সংসার
হবেও বা
আমাদের সং হতে সংযম বেশী
শীত শুধু বিছিয়েছি গোটা রাস্তায়
শাল নিতে ভুলে গেছি শেষে!
0 Comments.