Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ১৫)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব - ১৫)

না - মানুষের সংসদ

তুমি তো বিদেশিনী । পার্বত্য বাংলাদেশ থেকে এয়েচ । পাসপোর্ট আচে তোমার ! লালপেট বুলবুলি বেশ ঠোঁটকাটা । সে বলল – টিকটিকি – তোমার তো আমার মতন ডানা নেই । বৃদ্ধও হয়েছ । দমও নেই । পাখির আবার পাসপোর্ট লাগে নাকি ! টিকটিকি বিজ্ঞের হাসি হাসল । তারপর বলল – আমরা হচ্ছি ‘ঘটি’ । আমরা বেশ কয়েকপুরুষ ধরে এই পলাশিপাড়ায় রয়েছি । এখানে এয়েচ যকন আমাদের খাতায় নাম, বংশপরিচয় লেকাতে হবে । লাল বুলবুলি এবার সবাইকে অবাক করে দিয়ে বলে উঠল – হাইপসিপেটস ভাইরেসেনস । ময়না এবার বলে উঠল – বিদ্যের জাহাজ এয়েচেন । আমাদের কি গাল দিচ্চ তুমি ! লাল বুলবুলি বলল – তোমাকে পাঠশালায় যেতে হবে । তোমার মধ্যে শিক্ষার আলো এক্কেবারে নেই । টিকিটিকি এবার বলল – লেপচা ভাষায় তোমাদের বলে ‘চিচিয়াম’ । চিনে ভাষায় – ‘চিওক-ফো’ । লাল বুলবুলি প্রজ্ঞে টিকটিকিকে প্রনিপাত করল । টিকটিকি বলল – আমরা কিন্তু মূল আলোচনা থেকে সরে যাচ্ছি । সকলেই সমর্থন করল । হুলো বলল এবার সভাপতি সাহেব – আপনি বলুন । টিকটিকি বলল – ছাতারেদের কাছ থেকে শিখলাম ওদের দলবদ্ধতা । হঠাৎ যদি কোন আক্রমণ হয় গোষ্ঠীসুদ্ধ ঝাঁপিয়ে পড়ে, ছিনিয়ে নেয় তাদের সঙ্গীকে । সকলেই সমর্থন করল ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register