সন্ধ্যার পথ বেয়ে আজও,
নিভে আসে রোদ্দূরের শেষ রেখা,
চলে যায় আজকের সব অবসান ঘিরে।
তুমি আর আমি, সেই সেদিনের মতো ফিরে চলি,
ঘর মুখি, অবচেতনায়।
শ্বেতবলাকার ডানা ঘিরে
ধীরে ধীরে ছেয়ে আসে রাত।
আকাঙ্খা অনেক বেশি ছিল,
তবু, রয়ে যাক শেষবেলার রোদ্দূর
আর আকাশে ঘুম থেকে জেগে ওঠা চাঁদ।
কালকে আবার দিন হবে,
ব্যস্ত পায়ে এসে নতুন করে ধুয়ে দেবে রাত,
স্বপ্নেরা আবার ভেঙে বাস্তবকে জড়িয়ে,
হাঁটবে সূর্যাস্তের দিকে।
নিঃশেষিত মূহুর্তেরা
থমকে দাড়িয়ে থাকবে জীবনের মোড়গুলো ঘুরে।
তারারা একে একে ফুটবে আকাশে।
আঙ্গুলের ডগায় থাক ঊষ্ণ পরশ,
আবেশ জড়ানো ঘ্রাণ,
আবার চলেছি বিপরীতে।
দূরত্ব বেড়ে যায় ফেলে যাওয়া
পদচিহ্ন গুনে।
আমি আজও কালিদাশ মানি, মেঘদূত মানি,
পরীদের দেশ আর গভীর কালো চোখ,
তাই জেনো পাইনি তোমায় তুমি করে;
বেলাশেষে, কোনদিন,
আবার হাঁটব, হাতে হাত রেখে,
গোধূলি বেলায়।
0 Comments.