গদ্যের পোডিয়ামে কমলিকা দত্ত
অনাবিষ্কৃত - জীবন্ত ক্যানভাস
কতবার আমি সমুদ্র স্নানে গেছি।আছড়ে পড়েছে উত্তাল জলরাশি।বিধৌত আমি, জলচ্ছ্বাসের উন্মাদ আহ্বানে --বুঝেছি কি ঐ আলিঙ্গনের স্বতঃস্ফূর্ত আবেগ?হয়ত বা ঐ গাঙচিল পারে পড়তে ঢেউয়ের অক্ষর -- অপারগ আমি, সমুদ্রস্নান অসমাপিকাই আজও।
কতবার আমি পাহাড় দেখতে গেছি-- ধরো সেই কাঞ্চনজঙ্ঘা-- সেই চেনা নাম,চেনা পর্বতশৃঙ্গ।
কখনো বরফাবৃত চূড়ায় হারিয়ে গেছি, কখনো সোনালী আভায় বিমোহিত আমি, পাহাড়ের সাথে কতটুকু হৃদ্যতা? গভীরভাবে সে অচেনাই রয়ে গেছে।
কতবার কত অরণ্য করে ভ্রমণ, ঘনছায়া গায়ে মেখে আমি শিহরিত এক আবছায়া ঘেরা সুবিস্তৃত আবেশে; তবু অসীম,অপার রহস্যেরা কি হয়েছে উন্মোচিত?
পাহাড় বলো, অরণ্য বলো, সাগর বা মরুভূমি
তাদেরও তো মন আছে, তারাও দেখেছে আমায়,
বলেছে অনেক কথা...
তাদের ভাবনার সাথে লীন হয়েছে কি
কারুবাসনারা আমার?
কত মানুষের ভীড়ে রোজ হেঁটে যাই আমি,খুব চেনা চেনা অবয়ব -- সেখানেও একই অচেনা পান্ডুলিপি ।
যা,কিছু আমার অতি পরিচিত লাগে, সেই দৃশ্যেরা,সেই মানুষেরা-- তাদের অংশবিশেষ, হতে পেরেছি কি আমি?
দৃশ্যের সাথে দ্রষ্টার সংযোগ,
সাধন না হলে সার্বিক পরাজয়-- আড়ালেই থাকে অন্তরালের গল্প।
সব জীবন্ত ক্যানভাস-- গভীরভাবেই অনাবিষ্কৃত থেকে গেলো চিরকাল আর আমি জীবন্ত ফসিল।
0 Comments.