Sat 03 January 2026
Cluster Coding Blog

গদ্যের পোডিয়ামে সোমা মুখার্জী বাবলি - ধারাবাহিক লাইফ লেজার - (পর্ব - ১০)

maro news
গদ্যের পোডিয়ামে সোমা মুখার্জী বাবলি - ধারাবাহিক লাইফ লেজার - (পর্ব - ১০)

লাইফ লেজার

বাসে ওঠার সময় রিক্তা খেয়াল করে বাসের প্রথম দিকের সিটেই বসে আছেন সেই মহিলা । যদিও সে খেয়াল করতে পারেনি উনি কে ! আজকাল হামেশাই এমন হয় ।‌ দেখেও না দেখার ভান করে নিজের সিটে গিয়ে বসে সে।

বিদিশা চিপসের প্যাকেট আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়ে । 

বাস জোড়ে জোড়ে হর্ণ দিয়ে,মানে সবাইকে ডাক দেয় বাসে ওঠার জন্য। চা খেতে খেতে কেউ বাসে উঠে পড়েছে । কেউ আধ খাওয়া জলন্ত সিগারেট ফেলে দিয়ে উঠেছে । কেউ কেউ ভাজা ডিম পাউরুটি নিয়ে বাসে উঠেছে । বাসে ডিমের গন্ধ ভরে গেছে । এসবই জানলার ধারে বসে লক্ষ্য করেছিলো সে । আর ভাবছিলো ওই মহিলাটি কে ? 

বিদিশা চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করেছে ততক্ষুনে । রিক্তার দিকে সেও চিপসের প্যাকেট বাড়িয়ে দেয় এবং বলে ওঠে , " কি রে খাবি না ? "

সম্মতিসূচক মাথা নেড়ে খানিক অনিচ্ছাতেই রিক্তা চিপস খেতে শুরু করে । আর ভাবতে ভাবতে থাকে আকাশ পাতাল ।

বাসের তীব্র ঝাঁকুনিতে তার ভাবনার জট ছিঁড়ে যায় ।

বিদিশা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলে তার মুখের সামনে তুলে ধরে । সে এক ঢোক গলায় ঢেলেই বোতলটি নামিয়ে রাখতে চায় ‌।

আর তখনই বন্ধুর চোখে চোখ পড়তেই প্রশ্ন আসে __ কি হয়েছে তোর ? মনখারাপ !

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register