- 19
- 0
আমি আমার মতো
হয়তো কিছুটা দুষ্টু
কিন্তু খারাপ না।
সারাদিন সবার সাথে মজা করি
কিন্তু ফাঁজিল না।
হয়তো অনেক রাগি
কিন্তু আমি নিষ্ঠুর না
আমি আমার মতো-
হয়তো কারো মনের মতই না।
সারাদিন অনেক পোস্ট করি
কেউ যদি আমার পোস্ট গুলোর মতো
আমার চরিত্র ভাবেন তাহলে...ওটা ভুল!
যাদের সঙ্গে মিশি তারা হয়তো জানেন
আমি কেমন ধরনের !
তাই আমাকে খারাপ ভাবলে
কোনো কিছুই যাই আসবে না
আমি আমার মতো...!
0 Comments.