- 117
- 0
লাইফ লেজার
রিক্তা অবসন্ন শরীরটাকে টেনে হিঁচড়ে তুলে টালমাটাল শরীরটাকে নিয়ে প্রায় গড়িয়ে গড়িয়ে বাস থেকে নামে। কতগুলি দোকানঘর এদিক ওদিক। চা কচুরী ঝালমুড়ি তো আছেই, আরও কত দোকান চারপাশে।
মৌমাছির মত ভিড় জমেছে প্রতিটি দোকানে।
টয়লেটগুলোতেও লম্বা লাইন। অনেক বাসের জমায়েত। কেউ সকালের জলখাবার খাচ্ছে। কেউ ঝালমুড়ি। কেউবা চা। অনেক লোকের এমন জমায়েত দেখতে বেশ লাগে রিক্তার। বিদিশা কানের কাছে এসে বলে, "খাবি কিছু ? চিপস বা কোল্ড ড্রিঙ্কস?" রিক্তা বলে, "সে খাওয়া যেতে পারে। কিন্ত হাল্কা হতে হবে।"
গুটি গুটি পায়ে ওরা বাথরুমের লাইনের সারিতে দাঁড়িয়ে পড়ে। কচ্ছপ গতিতে লাইন এগুচ্ছে। এই সময়ের মধ্যেই এক ভদ্রমহিলা হঠাৎ বলে ওঠে, "আরে রিক্তা না? যাচ্ছো কোথায়? একা? বর নেই?"। রিক্তা চমকে চ হয়ে গিয়ে ভদ্রমহিলাকে দেখতে থাকে। কিছুতেই মনে করতে পারেনা কে ইনি!
এরমধ্যেই টয়লেট প্রবেশের আসন্ন সময় এসে পড়ে। ভদ্রমহিলার সাথে হাল্কা হাসি বিনিময়ে, না জানিয়ে রিক্তা প্রবেশ করে। আর ভাবতে থাকে,"কে ইনি ?"
বিদিশা চিপস আর কোল্ড ড্রিঙ্কস কিনে নেয় ইতিমধ্যে। কন্ডাক্টর বাসে ওঠার জন্য ডাকতে থাকে। দুই বন্ধু এক ছুটে উঠে পড়ে বাসে। বাস ছুটে চলে দুরন্ত ক্ষিপ্র গতিতে।
বিদিশা চিপসের প্যাকেট টি রিক্তার হাতে ধরিয়ে দেয়। কোল্ড ড্রিঙ্কস টা এক ঢোক গলায় ঢেলে প্রশ্ন করে, "কে ছিলো রে ওই মহিলাটি?"
0 Comments.