- 16
- 0
অন্দরমহল
একটা শব্দবিহীন দীর্ঘ কবিতা
ক্লান্তিহীন ভাবে লিখে যাচ্ছো রোজ।
একেকটা মুহূর্ত অক্ষর হয়ে যাচ্ছে, আর
শব্দবন্ধের মতো একেকটা দিন।
প্রতিটা দিনের শুরুর থেকে
আগলে রাখা রাতের খাবারের পাশে
বিনিসুতোয় গেঁথে যাচ্ছো নৈমিত্তিক চাহিদা আর যোগান,
এমন নিঃস্বার্থ, নিরলসতার সামর্থ্য আমার নেই,
তাই, তোমাকে নিয়ে এযাবৎ
একটাও কবিতা লেখার সাহস হয়নি কখনো।
0 Comments.