দিনাঙ্কের অঝোরে কান্না
মায়ার সাগরে জোয়ার আনে,
একটি একটি অশ্রুকনা
খুঁজে বেড়ায় জীবনের মানে।
অদৃশ্য জীবাণুর মারণ ঝরে
মানুষ যখন দিশেহারা,
তারারা সব খসে পড়ে
রিক্ত আকাশ তখন সর্বহারা।
আবার আকাশ হবে নীল
সবুজে সাজবে এই ভুবন,
মানুষ আজ ভাবছে তাই,
বেঁচে আছি? না, নতুন জীবন!
বিষাক্ত বিশের নিদ্রি যামে
বন্দিত হোক বাঁচার বাণী
আশার নির্ঝরে প্লাবিত হোক
নতুন ভোরের স্বপ্নদানি....
0 Comments.