Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে রমা সিমলাই (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় স্বর্ণযুগে রমা সিমলাই (গুচ্ছ কবিতা)

১| অহল্যা হবো না আমি

বলেছিলি, স্বপ্নে বৃষ্টি এলে এক রাত উজান গঙ্গা হেঁটে তুই আমাকে জুঁই ফুলের বাগান এনে দিবি ! সেই কবে থেকে অভিমন্যু চাঁদ জটায় রেখে উপবাসী বসে আছি।
নিরাসক্ত অক্ষরেখা ধরে কত নীহারিকা এলো আর গেল, মুঠো মুঠো অভিমানে ভরে দিল ছায়াপথ,
অহল্যা হবো না আমি, অভিমানী পাখি না হয় উড়ান দেবো দিগন্তের শেষে !
শুধু তুই বল, একবিন্দু বৃষ্টিকণা যায় নি সেখানে !
মরুভূমি পথে তুই স্বপ্ন পেরোলি !!

 ২| আদিপদ

একটা অর্ধেক পাপ ডুবুডুবু পৃথিবী খুঁটে খুঁটে খাই। মরা কৃমি, মৃত নখ, সমুদায় হৃষ্টপুষ্ট ছাইপাশ আর তারপর খুঁটিনাটি আব্বুলিশগুলো জমা করে বেশ একটা আলো-অন্ধকার জ্বালিয়ে হাত পা'গুলো সেঁকে নিই।
সেঁকোবিষে কোনো কালেই খুব একটা অরুচি ছিল না আমার, সে তুইও জানিস । সে কথা থাক। বরং যাওয়ার আগে আমি তোকে বস্তুবাদ কথাটির সম্যক অর্থ শেখাই।
তুই আমার অষ্টম গর্ভের সন্তান!
আমাকে ছাড়াই এই যে তুই রুটি না পেলে রংরুটে গিয়ে পাউরুটি ছিনিয়ে নিতে শিখে গেছিস , এ কি আমার কম স্বস্তির...
তোর জন্মবৃত্তান্তে অলৌকিক উপাখ্যান জড়ো করেছি তিলতিল...
ওরা যাতে ভয় পায়, সেরকম আয়োজনও রেখেছি বিস্তর।
কানে কানে বলি শোন , মানুষের মতো হাত পা চোখ নাক মুখ - মুখোশ মুখোশ, সেই সব এঁটোকাটা... ওদের শূলদন্ড দিয়ে শূন্যতা নয়, সম্ভ্রম ছুঁড়ে দিবি গর্ভবতী হস্তিনীর মতো আকাশের দিকে...
সন্তানসুখে আমি সেদিন বজ্রের মতো উল্লাস হবো। গোটা আকাশটাকে জড়িয়ে ধরে অট্টহাসি হবো...
আমার অষ্টম গর্ভ কানু হারামজাদা গলাগলি গলাগলি মৃত্যুর রাতে। মাখন লাগে না তার চোর শিল্পী - হাতে
হা হা হা হা হা হা হা হা

৩| বলি নি তো

নিপুণা প্রেমিকা আমি বলিনি তো !
একদিন মুখোমুখি অরণ্য নদীতে, ছেলেখেলা সুরে আহ্লাদী চাঁদের গন্ধ মাখিয়ে দিয়ে অমলিন কুমারী ঠোঁটের উষ্ণতা দিয়েছিলাম,না চাইতেই! বলি নি তো এইটুকু দিয়ে আমি কিনে নেবো বহুমূল্য কড়িকাঠ ।
এক বিকেল বৃষ্টিতে নাভিকুন্ডে রোপণ করেছিলাম যজ্ঞকাঠ, সমিধ ! সমুদায় সিঁড়ি ভাঙার স্তব গুটি গুটি পায়ে পাখির রমণ থেকে স্বেদবিন্দু নিয়ে নির্ধারিত শয্যা - সুখে তোলপাড় করে দিয়ে বলি নি তো, ভবিতব্য কিনে নিয়ে আমি তোমার নিয়তি হবো, মহোল্লাসে।
তোমার ঘরের পাপোষে বিদুরের খুদকুড়ো দিয়ে নবান্নের আলপনা এঁকেছিলাম, নবজাতকের অক্ষয় কবচকুন্ডল ! প্রতিহত আগুনের প্রতিহিংসা, দাবানল, সবটুকু রোষে দাহ্যনীল অনাড়ম্বর পুড়ে যেতে যেতে বলি নি তো, আমিও চন্দনকাঠ, তোমার বিলাস হবো !
নিপুণা প্রেমিকা আমি বলি নি তো ! নিপুণা ঘরণী আমি বলি নি তো ! নিপুণা জননী আমি বলি নি তো !
তবে কেন স্তোত্র পাঠ অমোঘ আসন নতজানু ঘরপোড়া রাতে !!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register