প্রতিদিন আমারই অপেক্ষায়
দাঁড়িয়ে থাকত সে বাড়ির দরজায়
মিষ্টি হাসিতে, তৃষ্ণার্ত চাহনিতে
হয়তঃ বা মনের তাগিদে,
আসলে ভুল আমারই
হয়েছিলাম বিভূঁই-ভয়ের বলি
পারিনি দিতে রূপসীর দাম
জর্জরিত হয়েছিলাম কিংকর্তব্যবিমুঢ়তায়,
সন্মোহন ফিরে পেয়ে সাহস ভরে
যেদিন পানিপ্রার্থী হবার ‘ইচ্ছে’ প্রকাশ করলাম
সেদিনই জানলাম, সে হারিয়ে গেছে দিগন্তে
তবুও সে রয়েছে কাছে, মিষ্টি হাসিতে অনন্তে ।।
0 Comments.