কবিতায় পূজা গুপ্ত
একলা একতারা
ভিড়ের মাঝে দাঁড়ানো সহজ,
একা দাঁড়ানোই কঠিন!
হাজার তারার আলোর মাঝে,
চাঁদ নিজস্বতায় অমলিন!
চিঠি লিখে পড়ে ছিল,
ডাকবাক্সের এক কোণে!
একাকীত্বের মেঘ ঘনায়,
তবু তোমার অপেক্ষায়,
মন্থর রাত নামে..!
সাগরে ডুব দেয় মন,
খানিক একাকীত্ব কুড়িয়ে আনে।
ক্ষয় হয়েছে অবসাদ,
তবু তরঙ্গ ক্ষত ভরাট করে!
সাঁতরে পাইনা কুল
তরী মাঝ দরিয়ায়!
ক্লান্তি ঘিরেছে চোখে,
গভীরতা তবু হাত বাড়ায়।
আশার আলো খুঁজে বেরিয়েছি,
এ-ধার ও-ধার যত্রতত্র।
আমাকে পেয়ে বসেছে,
গহন এক একাকীত্বের নির্বিকার ঘনত্ব!
0 Comments.