কবিতায় দেবাঙ্গনা চৌধুরী
কেউ কথা রাখে নি
কথা রেখেছিল কি কেউ?
বাবা বলেছিল, "কন্যাদান করবো"—
কন্যাদানের আগেই চলে গেলেন তিনি,
বাবার প্রতিশ্রুতি কথা রাখেনি।
প্রেমিক বলেছিল, "বিয়ে করবো"—
কিন্তু বাড়ি থেকে মানবে না বলে পিছিয়ে
গেল,
প্রেমের শপথও কথা রাখলো না।
স্বামী বলেছিল, "চাকরি করতে দেবো"—
কিন্তু সংসারের ভার আমার স্বপ্নকে শিকল পরালো,
স্বামীর আশ্বাস কথা রাখে নি।
সন্তান বলেছিল, "বিদেশে গেলে তোমাকে নিয়ে যাব"—
বরকে নিয়ে গেল, আমাকে ভুলে গেল, সন্তানের ভালোবাসাও কথা রাখলো না।
বন্ধু বলেছিল, "মন খারাপ হলে ফোন করিস"—
ফোন করেও পাইনি সাড়া,
বন্ধুত্বও শেষ অব্দি কথা রাখেনি।
বর্তমান বলেছিল, "এখন কষ্ট করলে পরে সুখ পাবি"—
কিন্তু অতীত গেল, ভবিষ্যৎ এল, সুখ এল না আর,
বর্তমান কথা রাখতে পারল না।
চাকরি বলেছিল, "সততার সাথে কাজ করলে প্রোমোশন পাবি"—
কিন্তু অন্যরা অসততা করে এগিয়ে গেল, আমি পিছনে থেকে গেলাম,
কাজের জায়গাও কথা রাখলো না।
সময় বলেছিল, "আমি দ্রুত কেটে যাবো"—কিন্তু এত ধীরে ধীরে চলছে যে,
কথা রাখার কথা ভুলে গেল সময়ও।
জীবন বলেছিল, "শেষটা হবে সিনেমার মতো"—
কিন্তু গল্পটা হলো ট্র্যাজেডি,
জীবনও কথা রাখেনি...
তাহলে কি সত্যি কেউ কথা রাখে??
0 Comments.