কবিতায় পার্থসারথি ভৌমিক
জোয়ারের অপেক্ষা
ইচ্ছের হাতে হাতকড়া
আর স্বপ্নেরা ঘরবন্দী
নৌকো বাওয়ার বৈঠা ছেড়ে
তীরের ফলায় শান দি
ইতস্তত হরিণ শিকার
যদিও বলবে বন্য
স্বীকার করি এসব শুধু
টিকে থাকার জন্য
নৌকো বাঁধা আছে ঘাটেই
জোয়ার অপেক্ষায়
পূর্ণিমা রাত; রাতের রাখাল
বৈঠা ছুঁতে চায়॥
0 Comments.