কবিতায় পিউলী মুখোপাধ্যায়
লেখা
জমানো কথায় ফেলে রাখা স্মৃতিতে
ক্ষণস্থায়ী মায়া আটকায় যাকে অকারণে,
সোনালি লেন্স উপহার দিলাম তাকে।
একইরকম আমার টেবিলও ভরে যেত
নতুন খাতা ও নতুন বছরের ডায়েরিতে,
যারা মনোযোগী রেখার অপেক্ষায় স্থির।
দিনলিপির বর্ণনা শব্দখচিত বাক্যে
পাতায় পাতায় অনন্য বৈশিষ্ট্য ও নতুনত্ব
গুপ্তধনের ধর্মে লুকিয়ে পড়ত
মাটি ছুঁতে সূক্ষ্ম অনুভূতি, যেন সুপ্রাচীন
শান্তিপুরের গলির ড্রেনভাসি দিনান্তে
অভিজ্ঞ বহু আত্মার সজ্ঞান রাতযাপন!
0 Comments.