কবিতায় রঞ্জিতা চক্রবর্তী
মৃত্যুভয়
বারবার মরতে মরতে,
এখন আমার মৃত্যুভয় কেটে গেছে-
দুর্বার গতিতে ধেয়ে আসা
অক্কালাভের সব জোগাড়-যন্ত্র,
কেউ ভাবেনি ভেস্তে যাবে!
তমসাচ্ছন্ন গভীর রাতে,
আমার চাঁদকে ডুবিয়ে দেওয়ার
যে বিশাল ষড়যন্ত্র হয়েছিল....
তার রহস্য আজ উন্মোচিত।
অপরাধীরা আজ কাঠগড়ায় দাঁড়িয়ে আছে -
তাই এখন আমার মৃত্যুভয় কেটে গেছে....
0 Comments.