Fri 19 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়   কালিপুজো চলে যেতেই আকাশের দিকে তাকালে চাঁদের হাটের দেখা পাওয়া যায় । চাঁদ আজ রূপোর জুতো পরে এ ছাদের আলসে ,ও ছাদের রেলিং ছুঁয়ে পরম অহমিকায় নিজের রূপ দেখিয়ে, দেখন হাসি হাসছে| তারারা আজ ছুটি নিয়েছে, এমন রূপোর সাজ দেখে ,তাদের আটপৌরে সাজ খুলে ,লুকিয়ে পড়েছে| ঠিক যেন রাজার বাড়ী রাজবধু বেড়াতে বেড়িয়েছেন , সেই রূপটি দেখে মোটা শাড়ী, মোটা কাপ়ড়ের গায়ের জামা, লুকিয়ে ফেলে ,জানলার খড়খড়ি ফাঁক করে রাজরানীর অহমিকা দেখছে পাড়ার মেয়েরা, কপালে সিঁদুর ধেবড়ে গেছে, আজ বিকেলে মুখ ধোয়া হয় নি | জোনাকি থোড়াই কেয়ার করে এই দেমাক , সে টবের জারবেরা, ডালিয়ার পাপড়িতে বসে মনের সুখে আলো মাখছে | তারাদের কথা ভেবে আজ বড় মন কেমন করছে, জোনাকিকে দেখে একটু শিখলেও তো পারে, লুকিয়ে না থেকে || ইন্দ্রাণী ঘোষ
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register