কবিতায় তাপস মাইতি
প্রশ্নচিহ্ন
কোথাও দাঁড়িয়ে পড়লে ভয় হয়
উদ্বিগ্ন লাগে নিজেকে
আমি কি গাছেদের মতো স্বাধীন নই?
কোথাও বসে পড়লে কারোর ফিসফিস
শব্দ কানে বাজলে
আতঙ্কে থর্ থর্ করে কাঁপি
আমায় কি মেঘ সেজে ওরা
বৃষ্টির মতো ঝেড়ে ফেলতে চাইছে?
মাঝে মাঝে এর-ওর কথা শুনে
যখন একলা মাঠে যাই
খুন হওয়ার আশঙ্কায় মাখি গায়ে ধুলো
ধুলোরা কি রাইফেলের গুলি সহ্য করতে পারে?
0 Comments.