কবিতায় রাজন্যা ভৌমিক
ঘুম
বেলা বাজে বারোটা,
ঘুমিয়ে আছে মেয়েটি,
পাড়া জুড়ে ফিসফাস—
"কি অলক্ষ্মীর ঘুমরে বাবা!"
বেলা বাজে দুটো,
রিমলি ওঠে ধীরে,
মিক্সার গ্রাইন্ডার হাঁফ ছাড়ে,
চুপ হয় দরজার ধাক্কাধাক্কি।
কারো চোখে বিরক্তি
কারো মুখ থমথমে।
বেলা বাজে চারটে,
স্নান খাওয়া সেরে
ফের ঢলে পড়ে ঘুমে।
"এত ঘুম মানায় না"
"বিয়ে হলে ঠিক হবে"
"পিশাচ ধরেছে"
ডাক পড়ে ওঝা, তান্ত্রিকের
জ্বলে ওঠে যজ্ঞের আগুন।
সবাই চায় তার ঘুম কেড়ে নিতে
রিমলি কিছুই বোঝে না।
শুধু বোঝে,
এই নিষ্ঠুর দুনিয়ার চেয়ে
ঢের ভালো তার ঘুমের দেশ।
0 Comments.