কবিতায় বিপুল আচার্য
সমাপন ধ্বনি
সর্ষে দানার যত ভূতেরা
ডুব সাঁতার দেয় সূর্যাস্ত হয়ে গেলে
তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই ভীষণ ভালোবাসার
বৃষ্টি ভেজার আগে আশ্চর্য চাঁদ
জানিয়ে দেয় নব্য বিষাদের স্বপ্নকোলজ
নিঃসাড় অন্ধকার চিনে রাখে দস্যিপনা
সমাপন ধ্বনির কাছে আশ্রয় নেয় ঘুমন্ত শহর।
0 Comments.