কবিতায় অমিয় মল্লিক
নবজন্মের আলো
রক্ত চলাচলের ফাঁকে যেটুকু অবকাশ থাকে
হৃদয়ের বিরতিতে
সেখানেই লুকিয়ে রাখি দগদগে ক্ষত
যা' নিতান্তই অমূলক হিংস্রতা
ভালবাসার সমুদ্রে অবগাহন পরবের মধ্য দিয়েই
যে মানচিত্রে আঁকা হয়েছে কাঁটাতার
সেখানেই ঠিকরে পড়েছে নবজন্মের আলো
দিকশূন্য দুর্বোধ্যতাই অলীক স্বর্গ
বিপন্ন বিষাদী মানুষ
তবু হিংস্রতা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে অনন্তের সন্ধানে...
0 Comments.