কবিতায় তাপস কুমার দে
আকাশে মেঘ
আকাশে মেঘ
ইমেজের ভেতর ভাসছে বিকৃত ইতিহাস
আমরা ক্রোধের জলে ডুব দিয়ে আয়না খুঁজছি
এবং উপমার উপহার খুলে বোকা বনে যাচ্ছি
আমাদের দিকে ঝুলে আছে কাচফল
আমরা আমাদের কবর খুঁড়ছি
কিন্তু বুঝতে পারছি না কেনো আমাদের হাঁটুতে মৃত্যু এসে বসে আছে
উর্বরতা খুঁজছি কেঁচোর পুস্তকে
মুখ সেলাই করা লতা গল্প দ্বারা নির্মিত
আকাশকে টুকরো করে চোখের ওপর বসিয়ে রাখে
মেঘ চোখ
ঘড়িহীন
এক আগন্তুকের মনুমেন্ট দেখতে পাই
কাচসহ সোনার হাতল ধরে ঝুলছে পয়সার চকচকে পিঠে
ধূর্ত, বিকৃত সময়ের চাঁদ দেখি বরফের দেরাজে
প্রেমহীন শূন্যতা তার কপালের টিপ হয়ে লেগে আছে
বার্তা বাহক সূর্য একটা লিংক ভেসে ওঠে॥
0 Comments.