কবিতায় সন্দীপ কুমার মিত্র
জীবনের আল পথে
কোথায় গেলি আল বেয়ে তুই
প্রান্ত সুখের আশায়
এখানে যে টানছে লাঙল
হাড় জিড়জিড়ে চাষায়।
ব্যস্ত যখন থাক না তখন
প্রেমের সাতকাহন
থাক পড়ে থাক মস্ত বালাই
বৃথাই আলাপন।
আকাশ ফুঁড়ে চাঁদ উঠেছে
ওটাই যে তার বাড়ি
পরনে তার ঝিকমিকিয়ে
জোছনা মাখা শাড়ি।
জোনাক জ্বলে সেই শাড়ির ভাঁজে
দেখে আকাশ ভরা তারা
ও মন তুই যাছিস কোথায়
একটুস্ ঘুরে দাঁড়া।
অভিমান আর অবহেলা
এই তো দুটি গুন
তাই নিয়ে তুই করিস বটে
রঙ্গ সুনিপুন।
খোলা চুলে বিজলী খেলে
চোখের কোনে ছুরি
দুলিয়ে কোমড় ঝড় তুলে দিস
কে বলে তুই বুড়ি !!!
0 Comments.