কবিতায় কাকলী পাল
ভালোবাসার দুর্ভিক্ষে তবুও বাঁচি রোজ
দীর্ঘ অপেক্ষার পরও যদি তোমাকে কেউ মনে না রাখে,
তাহলে বুঝে নিও; তোমার ভালোবাসা মূল্যহীন তার কাছে।
তোমার সাথে কাটানো মুহূর্তের জলচ্ছবি গুলো,
সে তার মন থেকে মুছে ফেলেছে,
যেভাবে বৃষ্টির ফোঁটায় মলিনতা ধুয়ে যায়।
অপেক্ষা গুলোর ক্লান্ত ধৈর্যের বাঁধে ফাটল ধরিয়ে
নিজেকে তোমার থেকে দূরে রাখতে চাইছে।
তোমার প্রতিটা নির্ঘুম রাত,
ঘুমে জড়িয়ে আসা চোখের খাদে,
অতল নোনা জলেরা বালিশ ভেজায়,
তাতে তার বিন্দু মাএ যায় আসে না.....
ভালোবাসা নয়, প্রেম নয়, ছিলো শুধু ভালো লাগা,
তোমার শীতল নিস্প্রভ চোখের তারার অপেক্ষারা সত্যিই মূল্যহীন,
দুঃখ পেও না আমার আমি...
তাকে ভালোবেসে তুমি তাকে হারিয়েছো,
যদি একবারও নিজেকে এতটুকুও ভালোবাসতে পারতে,
জীবনটা সত্যিই অন্য রকম হোতো।
আমার নিরলম্ব অপেক্ষা তাকে ভাবায় না,
আমার প্রতিচ্ছবি টুকরো টুকরো হয়ে মোমের মতো গলে যাক,
অবয়বটা কুয়াশার আস্তরণে মিলিয়ে যাক,
অপেক্ষারা বেঁচে থাকুক অনন্তকাল,
তবুও যেন না হয় মুখোমুখি দেখা।
একই শহরের নির্জন প্রান্তরে বেড়ে উঠুক দুটো মন,
তোমার অবসর, আর আমার অপেক্ষার মধ্যবর্তী সীমান্তে।
ভুলেও পিছু ফিরে চেও না,
ভাঙা মন নিয়ে তবুও বাঁচতে পারি,
ভালোবাসার দুর্ভিক্ষে!!
0 Comments.