কবিতায় রমেশ দে
আসছে পুজো
আসছে পুজো, ভিড় জমেছে শহুরে রাস্তায়
গ্রাম-সড়কের ধুলোবালি হচ্ছে ক্রমে সাফ।
আনন্দগান গাইছে ভোরের আলো বায়ু আকাশ
পুজোয় লিখি ভ্রমণসূচি, আনন্দেতে লাফ।
আঁকছে মেয়ে আল্পনা আগমনীর রঙে
চরকি বাজি পটকা সব থাকে ছেলের সঙ্গে
দোকান বাজার হাটে ভিড় জমালো বুড়োর দল
চারদিনের ছুটির আমেজ গৃহস্থের বাড়ায় বল।
ঘরে ঘরে আনন্দে বাজছে আজ উৎসবগান
সেই সুরেতে আলোর পাখির মনটা উচাটন
অসুর নিধন যজ্ঞে বলো তো কার পরাজয়
শুভ-অশুভের দ্বন্দ্বে শুভর 'জয়'টি নিশ্চয়।
0 Comments.