Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় শ্যামসুন্দর মুখার্জী

maro news
কবিতায় শ্যামসুন্দর মুখার্জী

মোবাইল ম্যানিয়া

লক্ষ লক্ষ তথ্য ভাণ্ডারে পরিপূর্ণ ছোট্ট একটা যান্ত্রিক মন, মাত্র বারো বর্গইঞ্চি ক্ষেত্রফলের একটা সুদৃশ্য সেলফোন। একবিংশ শতকের সর্বোত্তম সৃষ্টি নিমগ্ন করেছে সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি। নব-প্রজন্মের এক অত্যাবশ্যকীয় পণ্য তোমায় হাতে পেয়ে সত্যিই আমরা ধন্য! তোমার আগমনে সমগ্র বিশ্ব-চরাচর তোমায় ভাবে... সব পেয়েছির আসর! তোমার উদর-ভরা অগনিত গান-কবিতা-সাহিত্য বিশ্বকোষের শত-সহস্র ভিন্ন ভিন্ন তথ্য। আবাল-বৃদ্ধ-বনিতা নাওয়া খাওয়া ভুলে পরম যত্নে তোমায় নিয়েছে তুলে। তোমার ওই চারকোনা ক্ষুদ্রতর দেহে... মশগুল হয়ে আছে মানব জাতি, জীবন-স্রোতে কিঞ্চিত স্তব্ধ হয়েছে গতি। পথে-প্রান্তরে, হাটে-বাজারে, বাসে-ট্রামে অলিতে-গলিতে, উঠোনে-হেঁসেলে... স্কুল-কলেজ থেকে বিছানায়, পরম আরামে দিবানিশি সবাই খোঁজে তথ্য জনপ্রিয়তার এ কী মাহাত্ম্য! তোমার হৃদয়-কক্ষে নেটের দাপটে হবে একদিন... ছোটোখাটো ব্যবসাগুলো বিলীন। ই-বুক যে কেড়ে নেবে সবকটা বইএর দোকান, কলেজ স্ট্রিট একদিন হবে সুনসান। স্তব্ধ হবে বইমেলা, পড়ে যাবে দোকানের ঝাঁপ, বাড়বে বেকারী--হতাশা--পরিতাপ। তবুও তোমায় নিয়ে আজ মানুষ ভুলেছে সব কাজ! বিশ্ব-উষ্ণায়ণ নয়.... মারক ভাইরাসের কোন তাণ্ডব নয়... নয় কোন বিধ্বংসী পারমাণবিক বিস্ফোরণ। নয় কোন ভূমিকম্প অথবা জলোচ্ছ্বাস। কিংবা মেঘভাঙা গাড়োয়ালী মহাপ্লাবন... কোনটাই নয়। কেবল তুমি... একদম তুমিই। তোমার হাত ধরেই একদিন ঘটবে ইতি, মানবসভ্যতার করুন পরিসমাপ্তি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register