কবিতায় অন্নপূর্ণা দাস
বন্যপ্রাণীর স্বাধীনতা
তারা দিনে দিনে বন্যপ্রাণীর সমতুল্য হয়ে চলেছে
গরু, ছাগলের থেকে তাদের দরদাম দর কষাকষিতে কমে যাচ্ছে; দিনের শেষে তাদের একটাই পরিচয় তারা পরাজিত পরাধীন জাতি।
দুই শতাব্দীর ধরে ব্রিটিশ শাসনে তারা খুবই এখন ক্লান্ত
তারা বিশ্রাম নিতে চায় দেশমাতৃকার কোলে; ভবনা শক্তি গচ্ছিত রেখেছে আন্দামানের কারাগারে।
আমি তার দর্শন হয়ে ইতিহাস পাঠ করছি।
এখনও লেখা শেষ করতে পারিনি
শুধুমাত্র তাদের স্মৃতিতে স্মরণ করছি; নারী থেকে পুরুষ অথবা পুরুষ থেকে নারী হয়ে ওঠা আন্দোলনের ইতিহাস।
এখানে সবাই স্বয়ংক্রিয় স্বকীয় ভূমিকা পালন করেছ
গৃহবধূ থেকে গৃহ স্বামী একে একে সব্যসাচী
মনে পড়ে কল্পনা, বীনা, কল্যাণী, মনোরমা, ঊর্মিলা, লীলা, মাতঙ্গিনী...
দেশ কি একদিনের ইতিহাস?
না, তার অনুভূতি পূর্বসূরী দিয়ে গঠিত
আমি শুধু সময় নিয়ে পথ চলছি
স্বাধীনতাকে করায়ত্ত করতে...
0 Comments.